ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ৪:৫৬ পূর্বাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুজব প্রতিরোধে কাজ করবেন শিক্ষার্থীরা

  • আপডেট: Sunday, January 25, 2026 - 12:17 am

প্রেস বিজ্ঞপ্তি: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৫ দিনব্যাপী ‘ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স ট্রেনিং’। জার্নালিজিম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ- (জেসিএমএস) বিভাগ আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ৭০ জন শিক্ষার্থী। মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে ৫টি কমিউনিটি অ্যাকশন প্রকল্প বাস্তবায়ন করবেন তারা। ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট প্রকল্প এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর সহায়তায় দুইধাপে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রথম ধাপে ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং পরে ১৯ তারিখ অনলাইনে সেশন পরিচালনা করা হয় এবং ২২ তারিখ শিক্ষার্থীরা তাদের কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের পরিকল্পনা উপস্থাপন করেন।

ডিজিটাল নাগরিকত্ব, অনলাইন আচরণ, তথ্য যাচাই কৌশল, ভুয়া খবর শনাক্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে হাতে-কলমে শেখানো হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থী মেহেরুন নেসা বলেন, কোন তথ্যটা সত্য আর কোনটা মতামত সেই পার্থক্য শিখতে পেরেছি। তথ্যের সত্যতা কীভাবে নিশ্চিত হওয়া যায় তাও শিখেছি এই প্রশিক্ষণ থেকে।

আরেক শিক্ষার্থী ঐশ্বর্য মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারেও যে কিছু নৈতিকতা ও মূল্যবোধ মানা উচিত তা জানা ছিল না। এই প্রশিক্ষণ থেকে তা শিখতে পেরেছি।’

জেসিএমএস বিভাগের শিক্ষক ও আয়োজনের প্রশিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন জানান, ‘অংশগ্রহণকারীদের এমনভাবে সবকিছু শেখানো হয়েছে যে তারা তাদের পরিবার ও বন্ধু-বান্ধবদেরও এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারবেন। যার মাধ্যমে একটা সুন্দর ডিজিটাল পরিবেশ তৈরি হবে।’

ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স ট্রেনিং প্রকল্পের আওতায় দেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ের ৬০০ জনের অধিক শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের মাধ্যমে গুজব প্রতিরোধে একটি ‘ইনফরমেশন হাব’ গঠন করা হবে। যারা মিথ্যা তথ্য রুখে দিতে কাজ করবেন।