ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ৪:৫৮ পূর্বাহ্ন

পোরশায় ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ

  • আপডেট: Sunday, January 25, 2026 - 12:03 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে তাদের শিশা বাজার এলাকা থেকে মাদক সেবন অবস্থায় থানা পুলিশ আটক করেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারা মোতাবেক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস।

আটকৃতরা হলেন- শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনাচক গ্রামের আশরাফ আলীর ছেলে শাখিল (২৭) ও গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)। আটকৃতদের গতকাল শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।