ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ৪:৫৮ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট: Sunday, January 25, 2026 - 12:16 am

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কর্নেল মাহামুদ, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোতালেব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।