ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ৪:৫৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের পথসভায় বিএনপি’র হামলা-ভাঙচুরের অভিযোগ

  • আপডেট: Sunday, January 25, 2026 - 12:05 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ছবি তোলাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনি পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখর আলী বিশ্বনাথপুর বাজারে এই ঘটনা ঘটে।

জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর পথসভা শুরুর পূর্বেই বিএনপি-জামায়াতের কর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার মধ্যেই জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর পথসভা অনুষ্ঠিত হয়। জামায়াতের নির্বাচনি পরিচালনা কমিটির পরিচালক সাদিকুল ইসলাম জানান, ছবি তোলাকে অজুহাত বানিয়ে পরিকল্পিতভাবে তাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা ও চেয়ার ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। পথসভা শুরুর আগ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রির্টানিং কর্মকর্তা ও থানায় অভিযোগ দেয়ার কথাও জানান তিনি।

এদিকে, স্থানীয় বিএনপি নেতাদের দাবি, পাশাপাশি অফিস হওয়ায় জামায়াতের এক কর্মী বিএনপির অফিসে জ্বালানো লাইটের ছবি তুলছিলেন। এ নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, জামায়াত কর্মীরাই আচরণবিধি লঙ্ঘন করে প্রথমে ছবি তুলছিল, আর সে কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। ভুল বুঝাবুঝি থেকেই এমন ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।