নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় পিআইবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার নগরীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এই কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
এতে সার্বিক সহযোগিতা প্রদান করছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবির রিসোর্স পারসন ও বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত প্রমুখ।
আয়োজকদের মতে, এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনকালীন সময়ে উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।











