রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচন কমিশন ও আপীল বোর্ড গঠন
স্টাফ রির্পোটার : রাজশাহী এডভোকেট বার সমিতির ২০২৬ সালের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন এবং তিন সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারন সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। বারের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমসেদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির আগামি নির্বাচন পরিচালনার জন্য শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিমকে প্রধান নির্বাচন কমিশনার এবং অ্যাড. এএনএম কামরুজ্জামান বকুল ও অ্যাড. শামীম হায়দার দারাকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও অ্যাড.ইব্রাহিম শাকিলকে চেয়ারম্যান এবং অ্যাড. আব্দুল হামিদ মিয়া মুক্তা এবং অ্যাড. শাহনেওয়াজকে নিয়ে আপীল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন পরবর্তীতে নির্বাচনের দিন তারিখ ঘোষনা করবেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।










