ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বালুবাহী ট্রাকে চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট: Friday, January 23, 2026 - 12:33 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী অনিকের (২২) মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সাড়ে ৬ টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিস সড়কে এই ঘটনা ঘটে। নিহত অনিক বেলপুকুর উপজেলার ভড়ুয়াপাড়ার আনারুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দা মো. বাদশা মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ে নাইম আবহাওয়া অফিসের দিক থেকে চৌদ্দপাইয়ে দিকে আসছিল। আর ফায়ার সার্ভিসের দিক থেকে আবহাওয়া অফিসের দিকে যাচ্ছিল বালুবাহী ট্রাকটি। পথে চৌদ্দপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্ব আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রামেক মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন বলেন, আমরা দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনা ঘটেছে, তবে মৃত্যুর খবরটি এখনো নিশ্চিত না। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ নেয়া হচ্ছে।