মান্দায় বিএনপি প্রার্থীর নির্বাচনি জনসভা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিতে হবে।
এ জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডা. টিপু।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মান্দা উপজেলার চকরঘুনাথ (থানতলা) ফুটবল মাঠে কালিকাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালিকাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহরিয়ার শিমু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কহিম উদ্দিন শাহ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহেল কাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











