বাগমারায় জাপার প্রার্থীকে হেনস্তার অভিযোগে সংবাদ সম্মেলন
বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হকসহ তার সমর্থকদের জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ডিসি কার্যালয়ে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারস্থ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার জন্য গত বুধবার সকল প্রার্থীকে ডিসি কার্যালয়ে ডাকা হয়। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে তিনি (ফজলুল হক) নির্বাচনি আচরণ বিধি মেনে দুইজন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে দুপুরের দিকে তিনি ডিসি কার্যলয়ে উপস্থিত হন।
এসময় একই আসনের জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারি সরদারের সমর্থক জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা তাকে (ফজলুল হক) এবং তার সমর্থক জেলা জাপার সদস্য অধ্যক্ষ আবুল হোসেন ও জেলা জাপার সদস্য কাজল রশিদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের হেনস্তা করা হয়।
একজন প্রার্থী হিসেবে তাকে এবং তার সমর্থকদের হেনস্তা করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাপার প্রার্থী ফজলুল হকের মামা ব্যবসায়ী জসিম উদ্দিন ও বাগমারার বিশিষ্ট ব্যবসায়ী মকলেছুর রহমান প্রমুখ।











