পোরশায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নওগাঁর পোরশায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনষ্ঠিত হয়। দুপুরে প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তার সাথে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট এ উপজেলায় ১ লাখ ১২ হাজার ৭৬৬ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। আর ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ৩৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠ, সুন্দর উৎসবমুখর পরিবেশে এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ৫% অতিরীক্ত সহ ৪১ জন প্রিজাইডিং অফিসার, ২২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৪৭ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।











