ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে জোরপূর্বক গাছ কেটে ফেলার অভিযোগ

  • আপডেট: Friday, January 23, 2026 - 12:50 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জমি দখলে নিতে জোরপূর্বক ১১টি ইউকালেক্টর গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জমির মালিক তানোর উপজেলার বিল্লি গ্রামের মৃত জানু মিয়ার পুত্র মনির আহম্মেদ বাদি হয়ে একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র আনারুল ইসলাম (৫৬) একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র সাফিউল ইসলাম (৪১) সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শীসহ পুলিশ সূত্রে জানা গেছে, মনির আহম্মেদ প্রায় ২০ বছর আগের ক্রয়কৃত সম্পত্তি খাজনা খারিজ করে ১শ’ টি ইউকালেক্টর ও প্রায় ১০/১২টি আম গাছ রোপণ করে ভোগ দখল করে আসছেন।

এছাড়াও উক্ত সম্পত্তির ওপর স্থাপনকৃত একটি পানি সেচের মটর ও টিনের ছাউনি বিশিষ্ট ১টি ঘর তৈরি করা হয়েছে। চলতি বছরের ১৯জানুয়ারি সকাল ৭টার দিকে বিবাদীগণ হঠাৎ উক্ত জমি জবর-দখলের উদ্দেশে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে গাছ কাটতে শুরু করেন।

খবর পেয়ে জমির মালিক তানোর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়া গাছ কাটা বন্ধ করেন। ততক্ষণে ১১টি ইউকালেক্টর গাছ কেটে ফেলা হয়। যাহার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এ ঘটনায় বিবাদীগণ মনির আহম্মেদকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।