চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে পাঁচটি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছী সরকারপাড়া জেসামিয়া কওমি মাদ্রাসার সংলগ্ন একটি আমবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমবাগানের উত্তর পাশে নালার ধারে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাগটি সাদা রঙের ওপর লাল স্ট্রাইপযুক্ত ছিল। ব্যাগের ভেতরে কাঠের গুঁড়ার মধ্যে মোট পাঁচটি ককটেল পাওয়া যায়। এর মধ্যে দুটি কালো ও তিনটি লাল রঙের।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা কী উদ্দেশে ককটেলগুলো সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলো জব্দ তালিকা মূলে থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।











