চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার ফেস্টুন পুড়িয়ে ফেলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে দাঁড়িপাল্লার ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে এবং ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
গত বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও নবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ অস্বীকার করে বলেন, পোস্টার ছেঁড়া বা পোড়ানো বিএনপির রাজনীতির অংশ নয়। আর অভিযোগ করলেই হবে না; এগুলোর সত্যতা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।











