গোদাগাড়ীতে জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশ-এর কাল্টিভেটিং চেঞ্জ প্রকল্পের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি বিষয়ে বিশেষভাবে সচেতন করার লক্ষ্যে অলিম্পিয়াডের সূচনা পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসরাফুন্নেসা বেগম। পরে প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য পরিবেশ, কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩০ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে একদিকে চলে মূল্যায়ন পর্ব, অন্যদিকে অনুষ্ঠিত হয় বন্ধু পর্ব, যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা কী ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন, তা আলোকপাত করা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার এবং গৌরাঙ্গ ভৌমিক। প্রশ্নোত্তর পবের পর্র বিশেষ আকর্ষণ হিসেবে গম্ভীরা পরিবেশন করা হয়।
জলবায়ু অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন ধরমপুর পালপুর আলিম মাদ্রাসার শিক্ষক মো. মোরসালিন, মো. কামরুজজামান, পালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা বানু, মো. সেলিম রেজা প্রমূখ।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে একটি তাৎপর্যপূর্ণ শিক্ষামূলক উদ্যোগে পরিণত করেছে। মো. নাজমুস সাকিব প্রথম, মোছা. জান্নাতুন নূর দ্বিতীয় এবং মোছা. সুমাইয়া আক্তার তৃতীয় স্থান অধিকার করেন।











