রাজশাহীর ৮ জেলার ২৬৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের আট জেলায় ১ কোটি ৫৪ লাখ ১০৩ জন ভোটার রয়েছেন। তারা ৫২৮৭ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে ২৬৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) কেন্দ্র ও ২৬২৩টিকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
রাজশাহী রেঞ্জ পুলিশ জানায়, রাজশাহী জেলার আটটি থানায় ৬৩ ইউনিয়ন, ১২ পৌরসভা ৫৬১ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ২৩৯টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৩২৭ জন। পুরুষ ভোটার ৭ লাখ ৫১ হাজার ৩৮২ জন। নারী ৭ লাখ ৫৩ হাজার ৯৩৮ জন। তৃতীয় লিংগ ৭ জন। এসব তথ্য রাজশাহী সিটি করপোরেশনে বাইরের। চাঁপাইনবাবঞ্জ জেলার পাঁচটি থানায় ৪৫ ইউনিয়ন, ৪ পৌরসভা ৫১৫ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে, ৩৪২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ১৭৩টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৩ হাজার ২৩৭ জন। পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন। নারী ৭ লাখ ১ হাজার ৫৮৭ জন। তৃতীয় লিঙ্গ নেই।
নওগাঁ জেলার ১১টি থানায় ৯৯ ইউনিয়ন, ৩ পৌরসভা ৭৮২ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৪১৮টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৬৭০ জন। পুরুষ ভোটার ১২ লাখ ২ হাজার ২২৮ জন। নারী ১১ লাখ ২২ হাজার ৪২৪ জন। তৃতীয় লিঙ্গ ১৮ জন। নাটোর জেলার ৭টি থানায় ৫২ ইউনিয়ন, ৮ পৌরসভা ৫৬৬ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ১৯২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৩৭৪টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৩৪ জন। পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৫৪৩ জন। নারী ৭ লাখ ২৯ হাজার ১৯১ জন। তৃতীয় লিঙ্গ নেই। পাবনা জেলার ১১টি থানায় ৭৪ ইউনিয়ন, ৯ পৌরসভা ৭০২ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২৬৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ও ৪৩৩টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪২ হাজার ৮০৮ জন। নারী ১১ লাখ ২১ হাজার ১৫৩ জন। তৃতীয় লিঙ্গ ১৭ জন।
সিরাজগঞ্জ জেলার ১২টি থানায় ৮৩ ইউনিয়ন, ৭ পৌরসভা ৯২৩ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪৬২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৪৬১টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬৭ হাজার ৮০৭ জন। পুরুষ ভোটার ১৩ লাখ ৪৬ হাজার ৭৭৫ জন। নারী ১৩ লাখ ২১ হাজার ৩২ জন। তৃতীয় লিঙ্গ নেই। বগুড়া জেলার ১২টি থানায় ১০৯ ইউনিয়ন, ১২ পৌরসভা ৯৮৩ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৫০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৪৮৩টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৬৭ হাজার ৭৭৫ জন। নারী ১৪ লাখ ৮৮ হাজার ৭৩২ জন। তৃতীয় লিঙ্গ ৪২ জন। জয়পুরহাট জেলার ৫টি থানায় ৩২ ইউনিয়ন, ৫ পৌরসভা ২৫৫ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২১৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ও ৩৯টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৮২৩ জন। পুরুষ ভোটার ৪ লাখ ১০ হাজার ৬৭ জন। নারী ৪ লাখ ৭৭ হাজার ৮০৩ জন। তৃতীয় লিঙ্গ ৯৪ জন।
রাজশাহী রেঞ্জ পুলিশ আরও জানায়, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, সব তথ্য গুগল থেকে নিয়ে নিবেন। সব গুগলে দেওয়া আছে। নির্বাচন অফিসের রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। প্রচারণায় মেতেছেন প্রার্থীরা। রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্বপালন করছেন। প্রার্থীদের আচরণ নিধিমেনে প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আরও বলেন, নিরাপত্তার বিষয়টি ভোটগ্রহণের আট দিনে আগে থেকে সর্বোচ্চ বিবেচনা আনা হয়।











