ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

রাবিতে বাংলাদেশের উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:22 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার ‘বাংলাদেশের উচ্চশিক্ষা: জুলাই ’২৪ পরবর্তী ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এদিন বিকাল ৩টায় সিনেট ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক ও রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।