ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

নাচোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:21 pm

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাল সনদে চাকরির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষক হলেন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কাসার জগদইল গ্রামের মেহের আলী স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী।

তবে এ অভিযোগটি অস্বীকার করে প্রধান শিক্ষক বাবর আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

কামার জগদইল গ্রামের মফিজউদ্দিনের ছেলে এন্তাজ আলী বাদি হয়ে গতকাল বুধবার উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। সেই সাথে ডাকযোগে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কাছেও অনুলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেছেন, ১৯৯০ সালের ১৫ অক্টোবর বাবর আলী ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি আমেরিকান ইউনিভারসিটির জাল সনদ সংগ্রহ করে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।  এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মজনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।