৫০টি মোবাইল ফোন উদ্ধার করে দিল রাজশাহী জেলা পুলিশ
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম এবং রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় মোট ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেন।
এসব সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল রয়েছে।











