ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শহীদ হাদির আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণা: জামায়াত প্রার্থী কালাম

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, শহীদ শরীফ উসমান হাদির আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য এক অনন্য প্রেরণার উৎস। তাঁর জীবন ও আদর্শ ন্যায়, ইনসাফ এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। শহীদদের ইতিহাস ধারণ করেই একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

গত মঙ্গলবার সন্ধ্যায় নওহাটা পৌরসভার শিয়ালবেড় মোড়ে শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী নওহাটা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নওহাটা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আশরাফ আলী।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী নওহাটা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি দ্বীন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওহাটা পৌরসভা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মশিউর রহমান। আলোচনা সভা শেষে শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী বড়গাছী ইউনিয়নের আমির মিলন রহমান। এছাড়াও স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।