ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৫:২৭ পূর্বাহ্ন

রাণীনগরে ট্রেন পরিচালকের মৃত্যু

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 12:23 am

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কৃতী সন্তান বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ট্রেন পরিচালক ফিরোজ হোসেন সবুজ গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটায় রানিং অবস্থায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ইন্নালিল্লাহি. . রাজিউন।

মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর। তিনি ওই রাতে ৭৯৮ কুড়িগ্রাম এক্্রপ্রেস ট্রেন নিয়ে ঢাকায় রানিং রুমে অবস্থান করছিলেন। মৃত ফিরোজ হোসেন রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের পরিচালক পরিবহন ও যোগাযোগ একরামুল বারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।