ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১১:০৮ অপরাহ্ন

রাজশাহী কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:25 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এ রাজশাহী কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে।

এছাড়াও রাজশাহী কলেজের ‘রোভার ইউনিট’ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করে এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হন ড. মোঃ জহিরুল ইসলাম।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক নির্বাচিত হন মোছাঃ জান্নাতুন নেছা। রাজশাহী কলেজের গৌরবময় এ অর্জনকে স্মরণীয় করে রাখতে বুধবার রাজশাহী কলেজে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে জাদুঘর মোড় হয়ে আবার কলেজে ফিরে আসে। উক্ত শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ, প্রফেসর মুঃ যহুর আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।