ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১১:০৮ অপরাহ্ন

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৬

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:42 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারিসহ ২৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ২ গ্রাম হেরোইন, ৫ লিটার চোলাই মদ, ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন রুহুল আমিন ওরফে টগর (৪৫), শামসুল হক (৫২), ওমর ফারুক (৪৬) এবং মনিরুল ইসলাম (৩১)। টগর বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার আজাদ আলীর ছেলে, শামসুল চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মৃত সামাদের ছেলে, ফারুক মতিহার থানার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে এবং মনিরুল কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।