ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনৈতিক দলের নয়, সরকার অবস্থান নিয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে: গণশিক্ষা উপদেষ্টা

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 12:33 am

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ ব্যুরো: রাজনৈতিক দলের পক্ষে নয়, সরকার অবস্থান নিয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে- এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্ধার। তিনি বলেন, সরকার নিরপেক্ষতা হারায়নি কোনো রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়ে; বরং যে পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্খার প্রতিফলন ঘটাতেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে।

গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. বিধান রঞ্জন রায় পোদ্ধার বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করছে না। এই সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই জনগণের সেই আন্দোলনের আকাঙ্খা বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব। মানুষের প্রত্যাশা যেন বাস্তবায়িত হয়, সে কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন,‘এ অবস্থানকে রাজনৈতিক পক্ষপাত বলা যাবে না। বরং এটি জনগণের আন্দোলন ও পরিবর্তনের পক্ষে সরকারের স্পষ্ট অবস্থান।’

জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা আহাজুদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের নেতা ডাবলু কুমার ঘোষ, পাঁচটি উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এদিকে নওগাঁয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার হিসেবে আমরা যখন জাতীয় সংসদ নির্বাচন করছি তখন আমরা দল নিরপেক্ষ। এখানে আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করা ছাড়া ভিন্ন কোন কাজ নেই। কিন্তু যখন আমরা গণভোট করছি সে ক্ষেত্রে আমরা নিরপেক্ষ না। কারন আমরা চাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা গুলো গণমানুষের দ্বারা সমর্থিত হোক। মানুষের আন্দোলনে এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং মানুষের দ্বারাই আইনগতভাবে তা সমর্থিত হোক। সে কারণে আমরা একটি পক্ষ, আমরা চাচ্ছি হ্যাঁ ভোট জয়যুক্ত হোক। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিতে মতবিনিময় সভায় নগর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।