ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১১:০৮ অপরাহ্ন

দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী তিলকা মাঝি দিবস পালিত

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:49 pm

প্রেস বিজ্ঞপ্তি:  আজ বুধবার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এবং সিসিবিভিও রাজশাহী ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় খেরওয়াল বিদ্রোহের নেতা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী তিলকা মাঝি দিবস অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালনের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সান্তাল জনজাতি অধ্যুষিত বর্ষাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনে বিভিন্ন রক্ষাগোলা সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। তিলকা মাঝি ও খেরওয়াল বিদ্রোহের শহীদসহ নৃতাত্ত্বিক অধিকার আদায়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, নিরবতা পালন ও আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

বর্ষাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মাঞ্জি হাড়াম রাজেন টুডু’র সভাপতিত্বে ও সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা যোশেফ রামদাস হাঁসদা’র সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন, প্রথমআলো স্টাফ রির্পোটার আবুল কালাম আজাদ ও সিসিবিভিও সমন্বয়কারী আরিফ ইথার।

আলোচনায় সভায় সভাপতি তার প্রারম্ভিক বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভা আরম্ভ করেন। অতঃপর সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী তিলকা মাঝি দিবসের তাৎপর্য বর্ননা করেন । সভায় আরও বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা রঘুনাথ পাহাড়িয়া ও বাপ্পী মার্ডী।

দিবস পালনের অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সহঃ কর্মসূচি সমন্বয়কারী শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু, রুমা লাভলী মুর্মু ও সমাজ সংগঠক মানিক এক্কা, দিপিকা মান্ড্রী, রুমিলা হেম্ব্রম, সুচিত্রা হেম্ব্রম, কাথারিনা হাঁসদা, ইমরুল সাদাত ও ভবেশ লাকড়া।

তিলকা মাঝি ওরফে তিলকা মুরমু অবিভক্ত ভারতবর্ষের ভাগলপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সংঘটিত খেরওয়াল বিদ্রোহের নেতা। ১৭৮১-৮৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমি লুঠ ও বলপূর্বক খাজনা আদায়ের নির্মম পন্থা অবলম্বন করে তার বিরুদ্ধে গরীব সাঁওতালদের মধ্যে যে তীব্র ক্ষোভের সূচনা হয় তাকে গণ বিদ্রোহের আকার দেন তিলকা। তাকে বাবা তিলকা মাঝি বলা হতো। তিলকা মাঝি ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিগণিত।