ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৫:৪৩ পূর্বাহ্ন

দর্শনার্থী ঠেকাতে সরিষা খেতে পাহারা কৃষকের

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 12:03 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া উপজেলার পশ্চিমাঞ্চলে দিগন্ত বিস্তৃত সরিষা খেতে ফুলের মহাসমারোহ। বেলা বাড়লেই অসংখ্য নারী-পুরুষ সপরিবারে ছুটে আসেন সরিষা ফুলের মনোরম দৃশ্য উপভোগ করতে। নানা সাজে, নানা ঢংয়ে দল বেঁধে ছেলে-মেয়েরা ছবি তোলেন সরিষার মাঠে। কেউবা আসেন টিকটক করতে। সরিষার মাঠে ঢুকে দর্শনার্থীদের বিনোদনমূলক কর্মকাণ্ডের কারণে সরিষার ব্যাপক ক্ষতি হয়। বিপুল দর্শনার্থীর পায়ের চাপে অনেক সরিষা গাছ নষ্ট হয়ে যায়।

এ কারণে সরিষা খেতে দর্শনার্থী ঠেকাতে লাঠি হাতে পাহারা দিচ্ছেন অনেক কৃষক। উপজেলার চলনবিলের অংশ কাসেম বিলে সরিষার আবাদ সবচেয়ে বেশি। আর এ জন্য এই বিলেই দর্শনার্থীর ভিড়ও বেশি। বিলের কৃষকরা সরিষার মাঠে লোকজনের প্রবেশে বাধা দেন। অনুরোধ করেন। কিন্তু কে শোনে কার কথা! দর্শনার্থীরা নির্বিবাদে ঢুকে যান সরিষার খেতে। ফসল রক্ষা করতে নিরূপায় হয়ে কৃষাণ-কৃষাণিরা লাঠি হাতে সরিষার মাঠ পাহারা দিচ্ছেন এখন।

সরেজমিন গিয়ে দেখা যায়, কাসেম বিলে সরিষা খেতের আশপাশে দর্শনার্থীর ভিড়। বিলের এক প্রান্তে লাঠি হাতে দাঁড়িয়ে নিজের সরিষা খেত পাহারা দিচ্ছেন কৃষাণি মালেকা খাতুন। দর্শনার্থীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই কৃষাণি বলেন বলেন, এই মোবাইলওয়ালারা প্রতিদিন আমাগরে সষ্যার (সরিষা) জমি পারাইয়া শ্যাষ কইরা দিল। ম্যালা টেহা খরচ কইরা আবাদ করছি। এখন সষ্যাগুলান নষ্ট কইরলে আমগারে খুব ক্ষতি হবি। হেইকামে (তার জন্য) নাটি (লাঠি) নিয়া খাড়াইয়া (দাঁড়িয়ে) আছি। তাও মানাইবার পারি না।

উপজেলার কয়ড়া গ্রামের বাসিন্দা ইউসুব আলী জানান, গত কয়েক দিনে তাঁর সরিষার জমিতে দর্শনার্থীদের ছবি তোলার কারণে অনেক সরিষা গাছ নষ্ট হয়ে গেছে। এভাবে সরিষার জমিতে দল বেঁধে লোকজন যাতায়াত করলে এক মুঠো সরিষাও ঘরে উঠবে না। তাই বাধ্য হয়ে প্রতিদিন সরিষা খেতে পাহারা দেন।

উপজেলার সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের শিক্ষক জাহিদুল ইসলাম জানান, এ বছর সরিষা ফুলের মধ্যে শৌখিন লোকজনের ভিড় বেশি দেখা যাচ্ছে। তারা খেতের মাঝখানে প্রবেশ না করে বাইরে থেকে ছবি তোলার কথা বললেও তা মানছেন না। অনেক সময় কিশোরী-তরুণীরা সরিষা গাছের ডগাসহ ফুল তুলে নিয়ে যাচ্ছে। তাদের ঠেকানোই কঠিন।

উপজেলার পঞ্চেক্রোশী এলাকা থেকে কাসেম বিলের সরিষা খেতে ঘুরতে আসা সাকিব হোসেন, বৃষ্টি খাতুনসহ অনেক দর্শনার্থী জানান, প্রায় প্রতি বছরই তারা চলনবিল অধ্যুষিত এলাকায় সরিষা মাঠে ছবি তুলতে আসেন। কিন্তু সরিষা খেতের পাশে চাষিদের লাঠি হাতে দাঁড়িয়ে পাহারার বিষয়টি তাদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, চলনবিল এলাকায় সরিষা ফুল দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করছেন। এতে ফসলের ক্ষতি হচ্ছে। কৃষকদের বিষয়টি মাথায় রেখে দর্শনার্থীদের সচেতনভাবে ছবি তোলার আহ্বান জানান তিনি।