ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১১:২৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে গণভোট উপলক্ষে সচেতনতামূলক প্রচার-প্রচারণা

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:39 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গণভোটকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অবহিতকরণ সভা ও প্রচার-প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় গোদাগাড়ী ডাইংপাড়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতা র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। তারা ভোটকেন্দ্রে উপস্থিতির গুরুত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পাশাপাশি পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বক্তারা বলেন, গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটার সচেতনতার বিকল্প নেই। কর্মসূচিটি গোদাগাড়ী বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আগ্রহ সৃষ্টি করে।