যৌথবাহিনীর অভিযানে ৫শ পিস ট্যাপেন্টাডলসহ কারবারি গ্রেপ্তার
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পলাশ হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বদলগাছী চৌরাস্তা মোড়ে চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর এলাকার গোয়ালপাড়া গ্রামের মৃত মোনার ছেলে।
নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো বদলগাছীতেও যৌথবাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সন্ধ্যা ৭টা থেকে বদলগাছী চৌরাস্তার মোড়ে অবস্থান নিয়ে তল্লাশি পরিচালনা করেন যৌথবাহিনী। এ সময় পলাশ হোসেনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার কাছ থেকে নগদ ২ হাজার ৫৮০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
যৌথবাহিনীর সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার করেছে। সে জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে বহন করে কীর্তিপুর বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











