ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী সীমান্তে আমেরিকার তৈরি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

  • আপডেট: Monday, January 19, 2026 - 12:39 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিজিবি’র অভিযানে সীমান্তবর্তী ১০ নম্বর পদ্মার চর এলাকায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।

গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

এরই মধ্যে গত শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের তিনটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখালী এলাকার ১০ নম্বর চরে বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে।

তল্লাশীকালে মাটির ভিতরে পুঁতে রাখা একটি ব্যাগ হতে কাপড়ে মোড়ানো অবস্থায় আমেরিকার তৈরী দুটি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করা হয়। কাটাখালী থানায় জমা দেয়া হয়।