ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে অপহৃতা স্কুল ছাত্রী সিরাজগঞ্জ থেকে উদ্ধার

  • আপডেট: Monday, January 19, 2026 - 12:06 am

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের স্কুল ছাত্রীকে (১৪) অপহরণের প্রায় দেড় মাস পর গত শনিবার মধ্যরাতে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করে রাণীনগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মুল হোতা নওগাঁ সদর থানার ধোপাইপুর সরদারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেনকে (২২) গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত অপহৃতা ওই ছাত্রীকে তার পিতা-মাতার জিম্মায় দিলেও সাজ্জাদ হোসেনকে জেল হাজতে পাঠান।

জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মিরাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যায়। পরীক্ষা শেষে বাড়ি আসার পথে উপজেলার জামালগঞ্জ মোড় নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ঘটনার সাথে জড়িত মুল হোতা সাজ্জাদসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে জোর পূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মেয়ের বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে সাজ্জাদসহ ৩ জনের নাম উল্লেখ করে রাণীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করার প্রায় দেড় মাস পর সিরাজগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। এই মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই নাজমুল হক জানান, মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ছেলে এবং মেয়েকে উদ্ধার করে বিজ্ঞ আদালতে হাজির করলে মেয়েকে তার পিতা-মাতার জিম্মায় দিলেও ঘটনার সাথে জড়িত মুল হোতা সাজ্জাত হোসেনকে জেল হাজতে প্রেরণ করে। এই মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।