ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ইনসাব’র ১২ দফা দাবিতে সমাবেশ

  • আপডেট: Monday, January 19, 2026 - 12:19 am

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে গতকাল রোববার সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত ১২ দফা দাবি দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড়ে আয়োজিত দাবি সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি নাসির, সাহেব আলী ও কাজেম আলী, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবির হোসেন ও মোহর আলী, অর্থ সম্পাদক মুকুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকগণ।

সমাবেশ থেকে বক্তারা তাদের ১২দফা দাবি পেশ করেন। রাজধানী ঢাকাসহ শহরের সকল থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনী স্থাপন, সুলভ মূল্যে লিজ প্রদান, কলোনীতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনী নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরি নিশ্চিত করণ, ন্যূনতম মজুির সন্তোষজক ভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা করাসহ এই বার দফা দাবি তুলে ধরেন বক্তারা।