ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ জন গ্রেপ্তার

  • আপডেট: Monday, January 19, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আরএমপি ডিবি, বেলপুকুর, এয়ারপোর্ট, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নারীসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিম (২৮), ফেরেদুল ইসলাম (৪৭), মুরসালিন রেজা (২৯), নয়ন (৩৫) এবং ফাতেমা বানু (২৯)। নাসিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম (রাণীদিঘী) গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। ফেরেদুল বেলপুকুর থানার জামিরা (কিসমত জামিরা) গ্রামের ছইমুদ্দীনের ছেলে। মুরসালিন এয়ারপোর্ট থানার বায়া (বারইপাড়া) গ্রামের ওবাইদুল হকের ছেলে। নয়ন বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানী মাঠ গ্রামের মৃত হাবিবের ছেলে এবং ফাতেমা কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া গ্রামের রবিনের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশে এসব মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।