গোমস্তাপুরে মাথা গোজার ঠাঁই পেলেন অসহায় নারী
গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের একজন নারীকে বিনামূল্যে ঘর প্রদান করা হয়েছে। বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন এই ঘর প্রদান করে। গতকাল রোববার বিকেলে বাংগাবাড়ি দাড়িপাতা গ্রামে টিনের তৈরি ঘর করে দেন সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ বদিউজ্জামান (দুলু), প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকিম, বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আল মামুন (সাদ্দাম) প্রমুখ। এসময় তারা রুপালী বেগমকে ঘর প্রদান, আশরাফুল হককে চিকিৎসা বাবদ অর্থ ও স্বর্গীয় রমেশ-এর কন্যাদের পড়ালেখা খরচ বাবদ অর্থ প্রদান করা হয়।











