ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

নগরী, দুর্গাপুর ও নিয়ামতপুরে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Sunday, January 18, 2026 - 12:55 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দি ওয়ার্ল্ড সিনিয়র স্কাউটারস ক্লাব, দুর্গাপুরে আইকন মানব কল্যাণ সেবা সংস্থা ও নওগাঁর নিয়ামতপুরে সোনালী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মহানগরীতে গতকাল শনিবার বিকালে শিরোইল বাস টার্মিনালে দি ওয়ার্ল্ড ক্লবের উদ্যোগে চার শতাধিক বাস মালিক ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ড. সৈয়দ আকবর রেজা, সৈয়দা মহবুবা মরিয়াম, খুরশিদ আলম প্রমুখ। এসময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন।

রাজশাহীর দুর্গাপুরে আইকন মানব কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আলিয়াবাদ ডাঙ্গাপাড়া গ্রামের প্রায় অর্ধশতাধিক হত-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আইকন মানব কল্যাণ সেবা সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও আইকন ট্রেড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন তপু, আইকন মানব কল্যাণ সেবা সংস্থার কোষাধ্যক্ষ হাসিবুর রহমান, নওপাড়া ইউনিয়ন বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা মো. মকলেছুর রহমান, ওয়ার্ড বিএনপির নব্য সভাপতি মির্জা নাজমুল হক, সাধারন সম্পাদক শহিদ সালাউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মকছেদ আলী, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশির।

এছাড়াও নওগাঁর নিয়ামতপুরে গরিব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছ। গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার পাড়ইল ইউনিয়নের বেলকাপুর মন্দির সংলগ্ন এলাকায় গরিব, দুঃখী ও খেটে খাওয়া শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার ইনচার্জ শওকত জামান। নিয়ামতপুর শাখা সোনালী ব্যাংক এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পি এল সি নিয়ামতপুর উপজেলা শাখার ম্যানেজার মাহবুব আলম তুহিন, জুনিয়র অফিসার শাহিদুজ্জামান গোলাপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।