ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাটে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • আপডেট: Sunday, January 18, 2026 - 12:31 am

মোহনপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে কেশরহাট পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

এসময় আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্ছু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক খুসবুর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বুলবুল, কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, ছাত্রদলের আহ্বায়ক শফিউল ইসলাম সুইট ও সদস্য সচিব ডলার হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।