ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শুরু মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট: Sunday, January 18, 2026 - 12:18 am

স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। গতকাল শনিবার সকাল থেকেই নগরীর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দেখা যায় উৎসবের আমেজ। রঙিন ব্যানার, দলীয় পতাকা, বিভিন্ন রঙের জার্সিতে খেলোয়াড়দের উপস্থিতি আর গ্যালারিতে সহকর্মী সাংবাদিকদের করতালিতে পুরো মাঠজুড়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। কর্মব্যস্ত পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সাংবাদিকদের মানসিক দৃঢ়তা ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের ঐক্যকে আরও সুসংহত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীরচর্চা ও ক্রীড়া অনুশীলন জরুরি। মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সাংবাদিকদের মধ্যে বন্ধন তৈরি করবে ও সুস্থ প্রতিযোগিতার চর্চা বাড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। এছাড়া উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ নগরীর জ্যেষ্ঠ সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট ৮টি দল অংশগ্রহণ করছে। নকআউট ভিত্তিতে আয়োজিত টুর্নামেন্টের প্রথম দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

মাঠজুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স আর দর্শকদের উচ্ছ্বাসে ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য। প্রথম দিনের খেলা শেষে ৪টি দল সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে খেলবে টেলিভিশন ক্যাপিটালস, বেতার ওয়ারিয়র্স, ফটোগ্রাফি স্ট্রাইকারস ও ডিজিটাল লায়ন। এই চার দলের মুখোমুখি লড়াই নিয়ে সাংবাদিকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আজ রোববার সকালে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল বিকেলে ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর।

আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট রাজশাহীর সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়াচর্চা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মব্যস্ত জীবনের বাইরে এসে সাংবাদিকদের জন্য এটি হয়ে উঠেছে আনন্দ, বন্ধন ও উৎসবের একটি মিলনমেলা।