ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘা ও পোরশায় বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মহফিল

  • আপডেট: Sunday, January 18, 2026 - 12:06 am

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গতকাল শনিবার মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জিয়া পরিষদের আয়োজনে উপজেলা মোজাহার আলী ডিগ্রি কলেজ মাঠে শোকসভা ও দোয়া মহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল হোসেন ও সহ-সভাপতি শফিকুল ইসলাম ছানা।

শাহানা সুলতানার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম।

এদিকে, পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, পোরশায় বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঘাটনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমনগর দোদলের মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোদাচ্ছের হোসেন এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান চৌধুরী ও সদস্য সচিব সাদেকুল ইসলাম।