ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ, বহিষ্কৃত ২

  • আপডেট: Sunday, January 18, 2026 - 12:10 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি উপকেন্দ্রে একযোগে দুই শিফটে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় মোট ৯১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে ডিজিটাল ডিভাইস সাথে রাখা ও ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন।

আটককৃত ওই দুই পরীক্ষার্থীর নাম জিএম সরোয়ার ও আনিকা তাসনিম মৌ। এর মধ্যে জিএম সরোয়ার রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন এবং মৌ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় শিফটের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সরোয়ারের নিকটে মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার পাওয়া গেলে তাকে আটক করা হয়। অন্যদিকে মৌ এর কাছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হয়।

উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর বলেন, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও বাকি উপকেন্দ্রে মোট উপস্থিতির হার ৯১ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৩.৭৭ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৭.২৬ শতাংশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৪.৪২ শতাংশ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৩.৮৮ শতাংশ, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯১.৬৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও বহিষ্কার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’জন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস পাওয়ায় উভয়কেই বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু লড়ছে।

এরমধ্যে ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন আবেদন করেছেন। আগামী ২৪ জানুয়ারি বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।