ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

বেগম জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক: চাঁদ

  • আপডেট: Sunday, January 18, 2026 - 12:24 am

চারঘাট প্রতিনিধি: রাজশাহী-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারদা বাজার কমিটির উদ্যোগে বেগম জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চাঁদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে ২০১৮ সালে বেগম জিয়াকে জেলে আটক করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বেগম জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী। বেগম জিয়া সারা জীবন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে বেচে থাকবেন।

গতকাল শনিবার সন্ধ্যার আগে বাজার কমিটির সভাপতি রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন,সাবেক কাউন্সিল মোজাফ্ফর হোসেন প্রমুখ।