এসওএস চিলড্রেন্স ভিলেজে যুব ও পরিচর্যাকারীদের মাঝে সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: রাজশাহীর এসওএস চিলড্রেন্স ভিলেজ এর উদ্যোগে পরিবার শক্তিশালীকরণ প্রকল্পের যুব ও পরিচর্যাকারীদের মাঝে ল্যাপটপ, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এস ও এস চিলড্রেন্স ভিলেজের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর শিশুদের সুরক্ষা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পরিবারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রকল্পটি কাজ করে আসছে।
অনুষ্ঠানে যমুনা ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রো গ্রুপের ব্যবস্থপনা পরিচালক লুৎফর রহমান বলেন, পরিবার শক্তিশালীকরণ প্রকল্প শুধু সহায়তাই নয়, বরং পরিবারগুলোর স্বনির্ভরতার সুযোগ তৈরি করছে। আজ যে উপকরণগুলো দেয়া হলো সেগুলো যুবদের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। কর্নেল মনিরুল ইসলাম (অব.) বলেন, পরিবারকে শক্তিশালী করলে শিশুদের ভবিষ্যৎ নিরাপদ হয়।
এস ও এস চিলড্রেন্স ভিলেজ রাজশাহী যেভাবে মানুষের জীবনে পরিবর্তন আনছে তা সত্যিই অনুসরণযোগ্য। অ্যাডভোকেট সাইফুর রহমান খান (রানা) বলেন, যুবদের দক্ষতা বৃদ্ধি ও নারীদের স্বনির্ভরতা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই উদ্যোগ সঠিক দিকেই এগোচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস ও এস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীর পরিচালক আতিকুর রহমান। অনুষ্ঠানে পরিবার শক্তিশালীকরণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে কয়েকটি ল্যাপটপ, ১টি অটো চার্জিং ভ্যানগাড়ি, ৪০ জন যুবকের ঈঞ কোর্স সমাপ্তির সনদ, এবং ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিধিরা উপকারভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের ইতিবাচক পরিবর্তন উপকারভোগীরা প্রত্যক্ষ করেন।











