ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

স্মার্ট এন্টারপ্রেনার ওয়ার্ল্ডের সমাপনী

  • আপডেট: Friday, January 16, 2026 - 9:05 pm

প্রেস বিজ্ঞপ্তি: স্মার্ট এন্টারপ্রেনার ওয়ার্ল্ড (এসইডাব্লু) কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করে।

রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেলার সমাপনী দিনে ৫০ জন নারী উদ্যোক্তাকে ক্রেস্ট  উপহার  প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিশিষ্ট নারী উদ্যোক্তা আঞ্জুমান আরা লিপি। রাজশাহীর উদীয়মান উদ্যোক্তা পদ্মপাতা বুটিকের স্বত্বাধিকারী মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন।

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সম্ভাবনাময়ী কন্ঠ যোদ্ধা শিরাজী ইমন।

মেলায় হস্তশিল্প, কুটির শিল্প, বস্ত্র, শীতের পোশাক, বুটিক, প্রসাধনী ও পিঠাসহ নানা জাতীয়  খাবারের অর্ধশতাধিক স্টল স্থাপন করা হয়। মেলায় বক্তারা বলেন, আগামীতে এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নারীদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।