ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর

  • আপডেট: Friday, January 16, 2026 - 9:19 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক স্বপন।

এসময় তিনি বলেন, হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা শুধু দ্বীনি শিক্ষার কেন্দ্র নয়, এটি মানবিক মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

এতিম ও অসহায় শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবানদের উচিত এসব প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।

তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গঠনে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। কৃষ্ণচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা ভবিষ্যতে এলাকার দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই প্রত্যাশা করি।

মাদ্রাসার সভাপতি বজলার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক তরুল ইসলাম, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব, মাওলানা আনজারুল ইসলামসহ অন্যরা। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।