ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

ইতিহাসে অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া:মিনু

  • আপডেট: Friday, January 16, 2026 - 9:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের জন্য ভালো হয় এমন সবকিছুতেই তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার এ অবদান দেশের মানুষ কখনোই ভুলবে না। মানুষের হৃদয়ের মনিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন। কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন।

শুক্রবার রাতে নগরীর সাহেববাজার এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী নাগরিক কমিটির আয়োজনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে এসেছিলেন তখন দলের চরম খারাপ অবস্থা ছিল। দলের ১৯ জন নেতা বিশ্বাস ঘাতকতা করে দল ছেড়ে চলে গিয়েছিল। বায়তুল মোকাররমের রাস্তায় উন্মুক্ত কথা বলেন। যে বক্তব্য রেখেছিলেন তা থেকেই বোঝা যাচ্ছিলো ম্যাডামের হাত ধরেই বিএনপি সঠিক পথে সামনের দিকে এগিয়ে যাবে।

ইতিহাসের পাতায় যে কয়জন মহিয়সীর নাম লেখা থাকবে তার মধ্যে অন্যতম হিসেবে থাকবেন মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার। আমাদের প্রিয় নেত্রীকে কখনোই আমি আর আমার বলতে শুনিনি। তিনি সবসময় আমরা আর আমাদের বলতেন। তিনি মানুষের খুব কাছে যেতে পেরেছিলেন। তিনি সবার মা হয়ে থাকবেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় প্রতীক ধানের শীষের জন্য জন্য পাড়া-মহল্লায় সক্রিয়ভাবে কাজ করতে হবে। এখনকার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ। তরুণরা আগামির দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সাথে যোগাযোগ করে কাজ করতে হবে।

রাজশাহী নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আখতার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহিন শওকত, মহানগর বিএনপির সাবেক আহবায়ক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হোদা, জয়নুল আবেদিন শিবলি, শফিকুল ইসলাম শাফিক, এড.ওয়ালিউল হক রানা ও আসলাম সরকার, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বার আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল কাশেম, এড. জমসেদ আলী, এড. মাইনুল হক পান্না, রাজশাহী বার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদি, রাবি অধ্যাপক নজরুল ইসলাম, রাবির অধ্যাপক ড. ফরিদ হোসেন, ড্যাবের রাজশাহী জেলা সভাপতি ডা. ওয়াসিম হক, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহিলাদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটকিসহ নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের ও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।