সড়কের কাজ তদারকি করে সন্তুষ্ট এলজিইডির কর্মকর্তারা
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ প্রধান সড়কের সঙ্গে যুক্ত হাতানাবাদ থেকে কামাড়পাড়া হয়ে কাশিমপুর মাদ্রাসা পর্যন্ত সংযোগ সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজশাহীর কর্মকর্তারা।
গত মঙ্গলবার সকালে এলজিইডি অফিসের জেলা ও স্থানীয় উপজেলার সমন্বয়ে গঠিত একটি তদন্তকারী দল সড়কটির চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংযোগ সড়কটির নির্মাণ কাজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলজিইডি’র কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এলজিইডি’র বিশেষ তদন্তকারী দলটি সড়কের বিভিন্ন নির্মাণ কাজ পরীক্ষা-নিরীক্ষা করেন এবং কাজের গুণগত মান নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৪ হাজার ৫১১ মিটার সড়কটির মেইনটেন্যান্স কাজের টেন্ডার দেয়া হয় ২০২৪-২৫ অর্থবছরে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয় প্রায় ৩ কোটি, ৯০ লাখ, ৭০ হাজার ৮৬০ টাকা। টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় কুষ্টিয়া জেলার ‘সৈকত এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতিমধ্যেই সড়কটির কার্পেটিং এর কাজ শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী সম্প্রতি শেষ হওয়া কার্পেটিং তথা অন্যান্য কাজের গণগত মান যাচাইয়ের জন্যই গত মঙ্গলবার প্রকল্পস্থল পরিদর্শন করেন এলজিইডি’র কর্মকর্তারা।
পরিদর্শনকালে তদন্তকারী দলের প্রতিনিধিদের মধ্যে একজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী জেলা শাখার ল্যাবরেটরি টেকনিশিয়ান ইফতে খারুল ইসলাম। তিনি বলেন, রুটিন কাজের অংশ হিসেবে এলজিডি’র অধীনস্থ যে কোন সড়কের কার্পেটিং-এর কাজ শেষ হলে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি দল কাজটির পরিদর্শনে যেয়ে থাকে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই নির্বাহী প্রকৌশলীর অনুমোদনক্রমে একটি দল গোদাগাড়ীতে গিয়ে সড়কের কাজ পরিদর্শন করে। আপাত দৃষ্টিতে কার্পেটিংয়ের কাজের মান নিয়ে তদন্তকারী দল সন্তোষ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে এসবের পরীক্ষা করা হবে। পরীক্ষা পরবর্তী চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে। পরিদর্শনকালে তার সঙ্গে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।








