ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৬ - ৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রশিক্ষণের মাধ্যমে দলকে শক্তিশালী করেছিলেন: মিনু

  • আপডেট: Friday, January 16, 2026 - 12:55 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দলের নেতাকর্মী এবং দলকেই সুসংগঠিত করে শক্তিশালী করেছিলেন। তিনি দেশের মানুষ ও জনগণকে খুব ভালোবাসতেন। দেশের মানুষ ও জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেছেন সারাজীবন।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু আরও বলেন, আজকের এই সুন্দর প্রশিক্ষণ দেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে গেল। তিনি দলকেই সুসংগঠন এবং শক্তিশালী করার জন্য তিনি দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। আজকে যে প্রশিক্ষণ হলো তা সারাদেশেই করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে প্রশিক্ষনার্থীরা। তিনি আরও বলেন, মানুষ আশায় বুক বেঁধে আছে। দেশ এবং মানুষের জীবন মানের উন্নয়নের জন্য কাজ করতে হবে। সেই প্রচারণা চালাতে হবে। মানুষকে ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দিতে হবে।

বাংলাদেশকে যারা রক্ষা করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা জনাব তারেক রহমান এর আস্থার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল ভালো ভালো কাজের মাধ্যমে দেশ এবং জনগণের আস্থায় পরিনত হবে। বিগত আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ফ্যাসিস্ট সরকারের শত নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। তিনি ও দেশের মানুষকে খুবই ভালবাসতেন। আমাদের সেই মহান নেত্রী চির বিদায় নিয়েছেন। তিনি এদেশের মানুষের অন্তরে থেকে যাবেন। আমরা মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এড.ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।