ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৬ - ৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম

মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮জন গ্রেপ্তার

  • আপডেট: Friday, January 16, 2026 - 12:44 am

স্টাফ রিপোর্টার: মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ, বোয়ালিয়া, শাহমখদুম, মতিহার ও পবা থানা পুলিশ নারীসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পরিচালিত অভিযানে মোট ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন, ৩ হাজার এমএল দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়না বেগম (৪০), শাকিল (২০), মাবিয়া (৪২), রাহাদ আহমেদ রাফি (২৯), রাকিবুল ইসলাম জাহিদ (৩০), আবুল কালাম আজাদ (৪০), রাজা হোসেন (৩০) এবং রাকিব মিয়া (২৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।