দর্শনপাড়ায় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন সর্বস্তরের জনগণের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী অ্যডভোকেট শফিকুল হক মিলন।
তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ হলেও চিকিৎসা করতে দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট এর পরে তিনি লন্ডনের চিকিৎসা করতে যান। কিন্তু তিনি সেখানে থেকে যাননি। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসে তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনকে বলেছিলেন তার চিকিৎসা এখন থেকে এদেশে করাবেন।
সেই থেকে তিনি দেশের চিকিৎসা করাতেন। আর শেষ পরিণতি সবাই জানেন। বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন সে সময় তার সুস্থতার জন্য দেশবাসী দোয়া করেছেন। কিন্তু আজকে তার রুহের মাগফেরাত কামনা করার জন্য দোয়া করা হচ্ছে। তাঁর মৃত্যু সবাইকে একতাবদ্ধ হতে শিখিয়ে গেছে। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।







