ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ১:৫৯ পূর্বাহ্ন

গণভোটের প্রচারে রাজশাহী আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

  • আপডেট: Friday, January 16, 2026 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচার উপলক্ষে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন।

আগামী রোববার বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহীর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী সার্কিট হাউজে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় করবেন। বেলা ১২টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। ওইদিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট হাউজে নাটোরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

পরের দিন (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পাবনা সার্কিট হাউজে গণভোট বিষয়ে পাবনার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ১১টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।