ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ৩:০১ পূর্বাহ্ন

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

  • আপডেট: Thursday, January 15, 2026 - 12:00 am

স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি (জেলা পর্যায়) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

ক্রিকেট, দৌড়, হকি, ব্যাডমিন্টন, বাইসাইকেল ও ভলিবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইটিসি ও শিক্ষা) টুকটুক তালুকদার। এসময় রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন ও সহকারি পুলিশ সুপার (বোয়ালিয়া) মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি (জেলা পর্যায়ে) জায়েদুর রহমান।