ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ৩:২৮ পূর্বাহ্ন

বড়াইগ্রামে এক রাতে দুই কৃষকের পাঁচটি গরু চুরি

  • আপডেট: Thursday, January 15, 2026 - 12:00 am

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মহানন্দগাছা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

জানা যায়, রাতে চোরেরা মহানন্দগাছা গ্রামের পল্লী চিকিৎসক আবু হানিফের বাড়ির গোয়ালঘর থেকে ৪টি ও তার প্রতিবেশী মাহবুবের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। পরে তারা টের পেয়ে বাইরে বের হয়ে বড় নসিমনের পিছু ধাওয়া করলেও দ্রুতগতির কারণে চোরদের ধরতে পারেননি। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরচক্রকে আটক করাসহ গরুগুলো উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।