ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ৩:৫৩ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে কর্মসংস্থান তৈরি করতে চান আবু সাইদ চাঁদ

  • আপডেট: Thursday, January 15, 2026 - 12:00 am

চারঘাট প্রতিনিধি: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ চলবে। বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণ ইসলাম ধর্ম। ইসলাম কোনো দলের এজেন্ডা নয়। অথচ ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

গতকাল বুধবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের দারিদ্র্য কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।

চাঁদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৮ দফা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা ঘুচাতে বেকারদের চাকরির পাশাপাশি কর্মসংস্থান করা হবে। বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেয়া হবে।

দারিদ্র্য কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।